(ক)
প্রতিষ্ঠানটি ইসলামী শরী’আ মোতাবেক পরিচালিত। আমাদের মাধ্যমে বা আমাদের অফিসে বসে যৌতুক দেয়া বা নেয়া সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের সাথে কোন ধরনের মতবিনিময় করা যাবে না। আবার সামর্থ্যের বাহিরে দেনমোহর বিষয়ের উপরও কোন রূপ জোর-জবর দস্তি আমরা পছন্দ করি না । বিয়েকে যত সহজ করা যায় তার পক্ষেই আমরা মতামত দিয়ে থাকি |
(খ)
মিডিয়া হিসেবে আমরা কেবল মাত্র উভয় পক্ষের মধ্যে পরিচয়দানকারীর ভূমিকা পালন করে থাকি । বিস্তারিতভাবে খুটি-নাটি যাবতীয় বিষয়াদী দেখে শুনে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের।
(গ)
প্রতিটি নব-দম্পতি সুখের হোক, তাই আমারা কামনা করি, তদুপরি আল্লাহ না করুন বিবাহত্তোর সংসারে বনি-বনা বা যে কোন ধরণের সৃষ্ট সমস্যার জন্য আমরা কোন প্রকারের দায়িত্ব বহন করি না।
(ঘ)
খরচ ব্যাতিত কোন প্রকারের অগ্রিম টাকা দিতে হবে না। আমাদের ফী ৫০,০০০/- টাকা। সফলভাবে বিবাহশাদী সম্পন্ন হবার পর নির্ধারিত ফী পরিশোধ করতে হবে। অসহায় ও দরিদ্র পরিবারের বিবাহ শাদীতে উপযুক্ত ছেলে বা মেয়েদের বিবাহের জন্য কোন প্রকারের ফী প্রযোজ্য নয় বরং আমরা নিজেরাই তাদের বিবাহের যাবতীয় খরচ বহন করে থাকি ।
(ঙ)
শর্তাবলী পালনে ব্যর্থ হলে তাকে আইনের আওতায় আনা হতে পারে ।